1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
করোনা ভ্যাকসিন রফতানি করবে না ভারত
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

করোনা ভ্যাকসিন রফতানি করবে না ভারত

  • পোস্ট হয়েছে : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটকে ভ্যাকসিন রফতানির বিষয়ে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই নিষেধাজ্ঞার কারণে ভারতের সঙ্গে চুক্তি করা অন্যান্য দেশগুলোকে ভ্যাকসিন পেতে আরও কয়েক মাস অপেক্ষা করা লাগতে পারে।

এ প্রসঙ্গে সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়াল্লা বলেন, কর্তৃপক্ষ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে। কিন্তু শর্ত হলো, ঝুঁকিতে থাকা ভারতীয় জনগণের জন্য ডোজ নিশ্চিত করতে হবে। এজন্য রফতানি করতে পারব না। আমরা এই মুহূর্তে শুধুমাত্র ভারতীয় সরকারের কাছে ভ্যাকসিন হস্তান্তর করতে পারব। এই মুহূর্তে বেসরকারি বাজারেও এই ভ্যাকসিন বিক্রি করতে পারবে না।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর অক্সফোর্ড উৎপাদিত ভ্যাকসিনের ৩ কোটি ডোজ পেতে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই উদ্যোগের আওতায় প্রথম ধাপের ৬ মাসের প্রতি মাসে বাংলাদেশকে ৫০ লাখ করে ভ্যাকসিন দেয়ার কথা ছিল সিরামের। তবে ভারতের এই রফতানি বন্ধের সিদ্ধান্ত এই ভাইরাসের ভ্যাকসিন পাওয়াকে বিলম্বিত করবে।

বিজনেস আওয়ার/০৪ জানুয়ারি, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ