ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বার্সা ক্যারিয়ারে মেসির প্রথম লাল কার্ড, সুপার কাপ জিতল বিলবাও!

  • পোস্ট হয়েছে : ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • 2

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা হল আর্জেন্টাইন মহাতারকার। রেফারির শেষ বাঁশি বাজার অল্প আগে লাল কার্ড দেখেন তিনি। আর অ্যাথলেটিক ক্লাব বিলবাও করে শিরোপা উল্লাস। বার্সাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বিলবাও।

মেজাজ হারিয়ে বিলবাওয়ের এক খেলোয়াড়ের সঙ্গে উগ্র আচরণ করে বসেন বার্সা অধিনায়ক। এই অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখানো হয়।বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫৩তম ম্যাচটি খেললেন মেসি, আগে কখনওই লাল কার্ড দেখতে হয়নি তাকে। এর আগে ২০১৯ সালে কোপা আমেরিকার ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচে তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

এর আগে আর একবারই লালকার্ড দেখতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। মজার ব্যাপার, ২০০৫ সালে সেটি ছিল তার অভিষেক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ক্ষুদে জাদুকরকে।এরপর এই বর্ণাঢ্য ক্যারিয়ারে এবারসহ মোট ৩ বার মেসিকে লাল কার্ড দেখাতে পেরেছেন ম্যাচ রেফারি।

এদিকে রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে কাতালান জায়ান্টদের ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে অ্যাথলেটিক বিলবাও। এর আগে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটে ইকার মুনিয়ানের অ্যাসিস্ট থেকে বিলবাওকে লিড এনে দেন ইনাকি উইলিয়ামস। আর এটিই ছিল বিলবাওয়ের শিরোপা এনে দেওয়া গোল।

ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে আক্রমণ সাঁজায় বার্সা। দুর্দান্ত আক্রমণে বিলবাওয়ের রক্ষণের বেশ পরীক্ষা নিচ্ছিল মেসি-গ্রিজম্যান-দেম্বেলেরা। অপেক্ষার পালা শেষ হয় ম্যাচের ৪০ মিনিটের মাথায়। মেসির নেওয়া শট বিলবাওয়ের রক্ষণে প্রতিহত হয়ে ফিরে আসলে বল পেয়ে যান গ্রিজম্যান, ১২ গজ দূরে বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেননি এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

গোল হজমের মাত্র দুই মিনিট পর ইনাকি উইলিয়ামসের অ্যাসিস্ট থেকে গোল করে বিলবাওকে সমতায়ব ফেরান অস্কার ডে মার্কোস। এভাবেই ১-১ গোলে সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৭ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে ডি বক্সের ভেতর থেকে দলকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন অ্যান্তোনিও গ্রিজম্যান।

খেলার সময় তখন ৯০ মিনিট। আর কিছুক্ষণ লিডটা ধরে রাখতে পারলেই শিরোপা উজ্জাপনে মাতবে বার্সা। কিন্তু না বার্সার জন্য খলনায়ক হয়ে এলেন অ্যাসিয়ের ভিয়ালিব্রে। ঠিক ৯০ মিনিটের মাথায় ইকার মুনিয়ানের অ্যাসিস্ট থেকে গোল করে বিলবাওকে ২-২ গোলে সমতয়ায় ফেরান। আর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ইনাকি উইলিয়ামসের গোলে ৩-২ ব্যবধানে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে শিরোপা উল্লাসে মাতে বিলবাও।

বিজনেস আওয়ার/১৮ জনুয়ারি, ২০২১/এসডি/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বার্সা ক্যারিয়ারে মেসির প্রথম লাল কার্ড, সুপার কাপ জিতল বিলবাও!

পোস্ট হয়েছে : ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা হল আর্জেন্টাইন মহাতারকার। রেফারির শেষ বাঁশি বাজার অল্প আগে লাল কার্ড দেখেন তিনি। আর অ্যাথলেটিক ক্লাব বিলবাও করে শিরোপা উল্লাস। বার্সাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বিলবাও।

মেজাজ হারিয়ে বিলবাওয়ের এক খেলোয়াড়ের সঙ্গে উগ্র আচরণ করে বসেন বার্সা অধিনায়ক। এই অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখানো হয়।বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫৩তম ম্যাচটি খেললেন মেসি, আগে কখনওই লাল কার্ড দেখতে হয়নি তাকে। এর আগে ২০১৯ সালে কোপা আমেরিকার ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচে তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

এর আগে আর একবারই লালকার্ড দেখতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। মজার ব্যাপার, ২০০৫ সালে সেটি ছিল তার অভিষেক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ক্ষুদে জাদুকরকে।এরপর এই বর্ণাঢ্য ক্যারিয়ারে এবারসহ মোট ৩ বার মেসিকে লাল কার্ড দেখাতে পেরেছেন ম্যাচ রেফারি।

এদিকে রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে কাতালান জায়ান্টদের ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে অ্যাথলেটিক বিলবাও। এর আগে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটে ইকার মুনিয়ানের অ্যাসিস্ট থেকে বিলবাওকে লিড এনে দেন ইনাকি উইলিয়ামস। আর এটিই ছিল বিলবাওয়ের শিরোপা এনে দেওয়া গোল।

ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে আক্রমণ সাঁজায় বার্সা। দুর্দান্ত আক্রমণে বিলবাওয়ের রক্ষণের বেশ পরীক্ষা নিচ্ছিল মেসি-গ্রিজম্যান-দেম্বেলেরা। অপেক্ষার পালা শেষ হয় ম্যাচের ৪০ মিনিটের মাথায়। মেসির নেওয়া শট বিলবাওয়ের রক্ষণে প্রতিহত হয়ে ফিরে আসলে বল পেয়ে যান গ্রিজম্যান, ১২ গজ দূরে বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেননি এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

গোল হজমের মাত্র দুই মিনিট পর ইনাকি উইলিয়ামসের অ্যাসিস্ট থেকে গোল করে বিলবাওকে সমতায়ব ফেরান অস্কার ডে মার্কোস। এভাবেই ১-১ গোলে সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৭ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে ডি বক্সের ভেতর থেকে দলকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন অ্যান্তোনিও গ্রিজম্যান।

খেলার সময় তখন ৯০ মিনিট। আর কিছুক্ষণ লিডটা ধরে রাখতে পারলেই শিরোপা উজ্জাপনে মাতবে বার্সা। কিন্তু না বার্সার জন্য খলনায়ক হয়ে এলেন অ্যাসিয়ের ভিয়ালিব্রে। ঠিক ৯০ মিনিটের মাথায় ইকার মুনিয়ানের অ্যাসিস্ট থেকে গোল করে বিলবাওকে ২-২ গোলে সমতয়ায় ফেরান। আর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ইনাকি উইলিয়ামসের গোলে ৩-২ ব্যবধানে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে শিরোপা উল্লাসে মাতে বিলবাও।

বিজনেস আওয়ার/১৮ জনুয়ারি, ২০২১/এসডি/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: