1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফা ৩৬ শতাংশ বাড়লেও লভ্যাংশ অপরিবর্তিত
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফা ৩৬ শতাংশ বাড়লেও লভ্যাংশ অপরিবর্তিত

  • পোস্ট হয়েছে : সোমবার, ১৫ মার্চ, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্সের ২০২০ সালের ব্যবসায় ব্যবসায় আগের বছরের তুলনায় নিট মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ। তারপরেও কোম্পানিটির পর্ষদ লভ্যাংশের পরিমাণ আগের বছরের সমপরিমাণ ঘোষণা করেছে। এছাড়া আগের বছর পুরোটা নগদ লভ্যাংশ ঘোষণা করলেও এবার অর্ধেক বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অগ্রণী ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.২৬ টাকা হিসেবে মোট ৩ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকার নিট মুনাফা হয়। যার পরিমাণ ২০২০ সালের ব্যবসায় বেড়ে হয়েছে শেয়ারপ্রতি ১.৭২ টাকা করে মোট ৫ কোটি ২০ লাখ ২১ হাজার টাকা। এ হিসেবে নিট মুনাফা বেড়েছে ১ কোটি ৩৮ লাখ ১ হাজার বা ৩৬ শতাংশ।

এই মুনাফা বৃদ্ধি সত্ত্বেও কোম্পানিটির পর্ষদ আগের বছরের সমপরিমাণ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ২০২০ সালের জন্য। তবে আগের বছর পুরোটাই নগদ থাকলেও এ বছর ৫ শতাংশ নগদ ও ৫% শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।

এরফলে ২০২০ সালের মুনাফার তুলনায় লভ্যাংশ প্রদান অনুপাত (ডিভিডেন্ড পে আউট রেশিও) অনেক কমে আসবে। আগের বছরের ৭৯ শতাংশ লভ্যাংশ প্রদান অনুপাত এ বছর ২৯ শতাংশে নেমে আসবে।

উল্লেখ্য, ৩০ কোটি ২৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের অগ্রণী ইন্স্যুরেন্সে ২২ কোটি ৩৪ লাখ টাকার রিজার্ভ রয়েছে। কোম্পানিটির রবিবার (১৪ মার্চ) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৩৪.১০ টাকায়।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ