1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৭ লাখ ছুঁইছুঁই
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৭ লাখ ছুঁইছুঁই

  • পোস্ট হয়েছে : বুধবার, ২৪ মার্চ, ২০২১
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ লাখ ৪৫ হাজার ৩৮৬ জন। বুধবার (২৪ মার্চ) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫৬ হাজার ৮৮৩ জন মারা গেছেন। মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৮৪৩ জনের।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৪৭৭ জন।

এরপর রয়েছে যথাক্রমে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, তুরস্ক ও জার্মানি।আর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৪তম। তবে দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগী আবারও বেড়েছে। সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে গতকাল মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন আট হাজার ৭৩৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

বিজনেস আওয়ার/২৪ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ