1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
বিশ্বে করোনায় ৩০ লাখ ৮৬ হাজারের বেশি মৃত্যু
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় ৩০ লাখ ৮৬ হাজারের বেশি মৃত্যু

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাড়ে ১৪ কোটির বেশি মানুষ। এ সময়ে করোনায় মারা গেছেন ৩০ লাখ ৮৬ হাজারের বেশি। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ১৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৫০৯ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ৩০ লাখ ৮৬ হাজার ২১২ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৩৩ লাখ ৭৭ হাজার ১৫৫ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১২১ জন। মারা গেছে ৫ লাখ ৮৪ হাজার ২২৬ জন।

এরপরই রয়েছে ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায়ও রয়েছে দেশটি। সেখানে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন। মারা গেছে ১ লাখ ৮৬ হাজার ৯২৮ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৩৯ জন। মারা গেছে ৩ লাখ ৮৩ হাজার ৭৫৭ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৮১ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

বিজনেস আওয়ার/২৩ এপ্রিল, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ