ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তিন মাসের জন্য এমডি পেল ন্যাশনাল ব্যাংক

  • পোস্ট হয়েছে : ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে শাহ্ সৈয়দ আব্দুল বারীকে তিন মাসের জন্য অনাপত্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৮ এপ্রিল) আব্দুল বারীর অনাপত্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সৈয়দ আব্দুল বারীকে তিন মাসের জন্য অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তিন মাস তিনি ব্যাংক পরিচালনার দায়িত্ব পালন করবেন। আর আগামী তিন মাসের মধ্যে স্থায়ী এমডি নির্বাচন করবে ব্যাংকের পর্ষদ।

কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি পেয়ে গতকাল বুধবার এমডি হিসেবে যোগদান করেছেন সৈয়দ আব্দুল বারী।

তিনি বলেন, আমাকে তিন মাসের জন্য এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আমি জয়েন করে অফিস শুরু করেছি। ব্যাংকটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। এ চ্যালেঞ্জ নিয়েই কাজ করব।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদারের সভাপতিত্বে বোর্ড সভায় সৈয়দ আব্দুল বারীকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ। ওইদিনই ব্যাংকের পক্ষ থেকে তার বিষয়ে অনাপত্তি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠানো হয়। বুধবার অনাপত্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, শাহ্ সৈয়দ আব্দুল বারী ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যাণ বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং পেশা শুরু করেন।

এরপর তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ কর্মজীবনের ১২ বছর শাখা ব্যাংকিংয়ের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৬ সালে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হন।

বিজনেস আওয়ার/২৯ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তিন মাসের জন্য এমডি পেল ন্যাশনাল ব্যাংক

পোস্ট হয়েছে : ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে শাহ্ সৈয়দ আব্দুল বারীকে তিন মাসের জন্য অনাপত্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৮ এপ্রিল) আব্দুল বারীর অনাপত্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সৈয়দ আব্দুল বারীকে তিন মাসের জন্য অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তিন মাস তিনি ব্যাংক পরিচালনার দায়িত্ব পালন করবেন। আর আগামী তিন মাসের মধ্যে স্থায়ী এমডি নির্বাচন করবে ব্যাংকের পর্ষদ।

কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি পেয়ে গতকাল বুধবার এমডি হিসেবে যোগদান করেছেন সৈয়দ আব্দুল বারী।

তিনি বলেন, আমাকে তিন মাসের জন্য এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আমি জয়েন করে অফিস শুরু করেছি। ব্যাংকটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। এ চ্যালেঞ্জ নিয়েই কাজ করব।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদারের সভাপতিত্বে বোর্ড সভায় সৈয়দ আব্দুল বারীকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ। ওইদিনই ব্যাংকের পক্ষ থেকে তার বিষয়ে অনাপত্তি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠানো হয়। বুধবার অনাপত্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, শাহ্ সৈয়দ আব্দুল বারী ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যাণ বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং পেশা শুরু করেন।

এরপর তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ কর্মজীবনের ১২ বছর শাখা ব্যাংকিংয়ের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৬ সালে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হন।

বিজনেস আওয়ার/২৯ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: