1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
পিএসজির নজর মোহামেদ সালাহর দিকে
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

পিএসজির নজর মোহামেদ সালাহর দিকে

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
print sharing button

স্পোর্টস ডেস্ক : মৌসুম শেষ হতে আরও তিন সপ্তাহ বাকি থাকতেই ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি তাদের পরবর্তী মৌসুমে পরিকল্পনা শুরু করে দিয়েছে। আগামী মৌসুমে দলের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপেকে হারানোর শঙ্কায় আছে পিএসজি। কারণ ২০২২ সালে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ।

তবে এখনো ফরাসি তারকার সঙ্গে চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি দলটি, তাছাড়া এমবাপেও নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেননি। সব মিলিয়ে পিএসজি এখনো আশ্বস্ত হতে পারছে না তাকে নিয়ে। এ কারণেই ফরাসিদের নজর পড়েছে মোহামেদ সালাহর ওপর।

লিভারপুলে মোহামেদ সালাহর ভবিষ্যৎও পড়ে আছে ধোঁয়াশায়। অল রেডরা ইতোমধ্যেই কঠিন এক মৌসুম কাটাচ্ছে, যার ফলে সালাহ দল ছাড়তে চান, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে বেশ। এ কারণেই সালাহর ওপর নজর রাখছে ফরাসি চ্যাম্পিয়নরা।

লা প্যারিসিয়ান জানাচ্ছে, এমবাপে যদি দল ছাড়েন, সেক্ষেত্রে সালাহ হবেন দলটিতে সালাহর বিকল্প। সালাহকে দলে ভেড়াতে ফরাসি দলটির খরচ পড়বে ৮০ মিলিয়ন ইউরোর মতো অর্থ। তাকে দলে ভেড়ালেই মিটতে পারে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের দাবি, বিশ্বাস দলটির।

শুধু তাই নয়, পিএসজির চোখ আছে মেসি ও রোনালদোকে দলে ভেড়ানোরও। তবে কাজটা যে অসম্ভবের কাছাকাছি কিছুই হবে, তা বলাই বাহুল্য। তাই সালাহতেই চোখ রাখছে ফরাসি দলটি।

বিজনেস আওয়ার/০৬ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ