হঠাৎ করে বেড়েছে চালের দাম
.gif)
বিজনেস আওয়ার প্রতিবেদক : বাজারে হঠাৎ করে সব ধরনের চালের দাম কেজি প্রতি ২ থেকে ৫ টাকা করে বেড়েছে। কি কারণে চালের দাম বেড়েছে তা জানে না কেউই। তবে সরকারের নীতিনির্ধারকরা মনে করেন, দেশে চালের পর্যাপ্ত উৎপাদন ও মজুত রয়েছে। সুতরাং দাম বাড়ার কোনও যৌক্তিক কারণ নেই।
আর ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে, সরবরাহ বাড়লেই দাম কমে যাবে। ক্রেতারা বলছেন, বাজারে সরকারের কোনও মনিটরিং নেই। ব্যবসায়ীরা সুযোগ পেলেই ইচ্ছে মতো চাল, ডাল, পেঁয়াজ, তেলসহ নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে।
বাজার দর সামাল দিতে ব্যর্থ হয়ে সরকারের মন্ত্রীরা বিষয়টি ভাগ্যের ওপরে ছেড়ে দেন, তাদের অজুহাত— নতুন ফসল উঠলেই দাম কমে যাবে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
প্রতিকেজি নাজিরশাইল চাল ৫৫ থেকে ৬০ টাকা, মিনিকেট ৫০ টাকা, ইরি জাতীয় আটাশ সামের মোটা চাল ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা ৩-৪ দিন আগেও কেজিতে ৫ থেকে ৭ টাকা কম দামে বিক্রি হয়েছে।
জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দেশের আবহাওয়া খারাপ ছিল। এ সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তরবঙ্গ থেকে চালের ট্রাক ঢাকায় আসেনি। এই সুযোগে রাজধানীর পাইকারি ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়েছে, যার প্রভাব পড়েছে সারাদেশে।
এছাড়া, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগের সন্ধানে থাকেন। তারা মোবাইল ফোনের মাধ্যমে 'রাজধানীতে ট্রাক আসছে না, তাই চালের সরবরাহ কমে গেছে' বলে বিভিন্ন বাজারে খুচরা ব্যবসায়ীদের দাম বাড়াতে উৎসাহ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কোনাপাড়া বাজারের একজন খুচরা চাল বিক্রেতা বলেন, বাবুবাজারের আড়ৎ থেকে এক পাইকারি ব্যবসায়ী ৮ নভেম্বর আমাদের জানিয়েছেন, বৃষ্টির কারণে নাটোর ও নওগাঁ থেকে চালের ট্রাক আসছে না। তাই বাজারে চালের সরবরাহ কমে গেছে।
এখন আমাদের দোকান থেকে চাল নিতে হলে প্রতিমণে ২০০ থেকে ৩০০ টাকা বাড়িয়ে দিতে হবে। কী আর করা, দোকান চালাতে হলে মাল লাগবে। তাই প্রতিমণ চালে ২০০ থেকে ৩০০ টাকা বাড়িয়ে দিয়ে কয়েক ধরনের চাল এনে দোকান চালাচ্ছি।
এ বিষয়ে বাদামতলী-বাবুবাজার চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ নিজাম উদ্দিন বলেন, মিলাররা নতুন করে চাল সরবরাহের অর্ডার নিচ্ছে না। পুরনো অর্ডারের চাল বাজার চালাচ্ছি। নতুন অর্ডারের চাল পেলে দাম বাড়বে।
এ প্রসঙ্গে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়েক আলী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া খারাপ ছিল। বৃষ্টিতে নষ্ট হওয়ার ভয়ে পাটের বস্তাভর্তি চালের ট্রাক আমরা রাজধানীতে পাঠাইনি, এটি ঠিক।
কিন্তু, তাতে রাজধানীর বাজারে চালের সংকট হওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কারণ, রাজধানীর বাজারগুলোতে এমনিতেই ৮-১০ দিনের চাল অতিরিক্ত মজুত থাকে।
সাধারণত পাইকারি ব্যবসায়ীরাই তাদের নিজেদের গুদামে এ ধরনের মজুত করেন, যেন বাজারে নেতিবাচক প্রভাব না পড়ে। সরবরাহ কম বা নেই— এমন অজুহাতে যারা চালের দাম বাড়িয়েছেন তারা কাজটি ভালো করেননি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চায় চালের দাম বাড়ুক। আগামী আমন মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। আগে আমরা ১৫ টাকা কেজিতে ধান কিনেছি।
সরকার ২৬ টাকা দরে ধান কিনবে বলে এখন আমাদের তা ২০ থেকে ২২ টাকা দরে কিনতে হচ্ছে। কারণেও চালের দাম বেড়ে থাকতে পারে। সরবরাহ কম থাকার অজুহাতে চালের দাম বাড়ানোর কোনও কারণ নেই ।
এ ব্যাপারে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। কোথাও সরবরাহে ঘাটতি নেই। যে দুদিন দেশে প্রাকৃতিক দুর্যোগ ছিল, সেই দুদিন বাজারে খাদ্যপণ্য সরবরাহের বিষয়টি আমরা কড়া নজরদারিতে রেখেছিলাম।
কাজেই সরবরাহের অপ্রতুলতার অভিযোগ ভিত্তিহীন। আশা করছি, এ বছর ধানের বাড়তি উৎপাদন হচ্ছে। বাড়তি উৎপাদন নিয়ে এমনিতেই আমরা বিড়ম্বনায় রয়েছি। কাজেই দেশে চাল সংকটের কোনও সুযোগ নেই।
বাজারে চালের দাম বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন বলেন, বাজারে খোঁজখবর নিয়ে পর্যালোচনা না করে এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না।
বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
- 'সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর পরিকল্পনা' ১৩ ডিসেম্বর ২০১৯
- সিলেটের বিপক্ষেও দাপুটে জয় তুলে নিল রাজশাহী ১৩ ডিসেম্বর ২০১৯
- পেঁয়াজ কেনা ছেড়ে বাড়ির টবেই চাষ করুন ১৩ ডিসেম্বর ২০১৯
- কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহতদের ৫০ হাজার করে শ্রম মন্ত্রণালয়ের অর্থসহায়তা ১৩ ডিসেম্বর ২০১৯
- 'স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর স্থগিতের কারণ এনআরসি নয়' ১৩ ডিসেম্বর ২০১৯
- সব উইকেট হারিয়ে রাজশাহীকে ৯২ রানের টার্গেট সিলেটের ১৩ ডিসেম্বর ২০১৯
- সিনেপ্লেক্সে রকের নতুন ছবি ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’ ১৩ ডিসেম্বর ২০১৯
- নতুন বিজ্ঞাপনে মাশরাফি ১৩ ডিসেম্বর ২০১৯
- কে কী বলল, তাতে কিছু যায় আসে নাঃ শাকিব খান ১৩ ডিসেম্বর ২০১৯
-
বিদায়ী সপ্তাহে সব সূচকে পতন
ডিএসইতে লেনদেন কমেছে ৭’শ কোটি টাকা ১৩ ডিসেম্বর ২০১৯ - রাজধানীতে পাটকল শ্রমিকদের কালোপতাকা মিছিল ১৩ ডিসেম্বর ২০১৯
- টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী ১৩ ডিসেম্বর ২০১৯
- ২ মন্ত্রীর সফর আটকে মোদি সরকারকে কড়া বার্তা হাসিনার: আনন্দবাজার ১৩ ডিসেম্বর ২০১৯
- গেইনারের শীর্ষে উঠেছে আনলিমা ইয়ার্ন ১৩ ডিসেম্বর ২০১৯
- বড় ব্যবধানে জয়ী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি ১৩ ডিসেম্বর ২০১৯
- শপথ পাঠ করে সারাদেশ পরিচ্ছন্ন রাখার যুদ্ধ ঘোষণা ১৩ ডিসেম্বর ২০১৯
- এক বছরে পিডিবি'র পরিচালন ব্যয় দেড় হাজার কোটি টাকা বৃদ্ধি ১৩ ডিসেম্বর ২০১৯
- ব্রিটিশ নির্বাচন: টিউলিপ-রুপাসহ চার বাঙালির জয় ১৩ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন ১৪৩ শতাংশ বেড়েছে ১৩ ডিসেম্বর ২০১৯
- খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ১৩ ডিসেম্বর ২০১৯
- আজ জুমার দিন, আসুন ইবাদতে মনোযোগী হই ১৩ ডিসেম্বর ২০১৯
- বড় জয়ের পথে বরিস জনসন ১৩ ডিসেম্বর ২০১৯
- কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছে ১৯ যুবক ১৩ ডিসেম্বর ২০১৯
- টিভিতে আজকের খেলা ১৩ ডিসেম্বর ২০১৯
- ডিএসইতে পিই রেশিও কমেছে ৩.০৭ শতাংশ ১৩ ডিসেম্বর ২০১৯
- ভূঞাপুরে পৌরসভার রাস্তা নির্মাণ নিয়ে পৌর মেয়রকে ওসির হুমকি! ১২ ডিসেম্বর ২০১৯
- কালিহাতীতে ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা ১২ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু ১২ ডিসেম্বর ২০১৯
- খুলনা রেঞ্জের সেরা পুলিশ সুপার এসপি জাহিদ ১২ ডিসেম্বর ২০১৯
- চট্টগ্রামের বিপক্ষে দাপুটে জয় খুলনার ১২ ডিসেম্বর ২০১৯