sristymultimedia.com

ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬


বাসাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

০৪:১৬পিএম, ২১ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার (টাঙ্গাইল প্রতিনিধি) : টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে হোসেন মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাসাইল পৌর এলাকার বর্ণিকিশোরীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ওই শিশু সকালে বাড়িতে খেলা করছিল। পরে দীর্ঘ সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায় দুপুরের দিকে বাড়ির পাশের ডোবায় তাকে ভাসতে দেখা যায়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।’

বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

তিন বিভাগে পেট্রলপাম্প ধর্মঘট
তেল বিক্রি বন্ধ, অচল হয়ে যেতে পারে সড়কপথ

উপরে