sristymultimedia.com

ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ২৬ অগ্রহায়ণ ১৪২৬


সেন্সর আটকে গেল ‘ন ডরাই’

০৮:২৮পিএম, ২১ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ন ডরাই’ সেন্সর আটকে গেছে। গল্প ও নির্মাণ প্রশংসিত হলেও আপত্তিকর সংলাপের জন্য সেন্সর বোর্ডে আটকে যায় ছবিটি।

বৃহস্পতিবার সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বিষয়টি জানান।

‘ন ডরাই’ স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত ছবি। পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল।

এই ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ-দীপিকার ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখে প্রশংসিত হন।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ছবিটির গল্প এবং নির্মাণ চমৎকার। তবে কিছু সংলাপে আমাদের আপত্তি রয়েছে। এসব বিষয়ে সংশোধনী আনতে বলা হবে ছবির কর্তৃপক্ষকে। সংশোধনের পর আবার আমরা দেখব।

বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে