sristymultimedia.com

ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬


আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স এওয়ার্ড প্রদান ২১ ডিসেম্বর

০৬:০৯পিএম, ২৬ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ৬ষ্ঠ জাতীয় কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স এওয়ার্ড আগমি ২১ ডিসেম্বর প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

আইসিএসবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আইসিএসবির প্রেসিডেন্ট বাণিজ্যমন্ত্রীকে এক্সিলেন্স এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করার ব্যাপারে সম্মতি প্রদান করেছেন মন্ত্রী। এসময় আইসিএসবির প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ এর নেতৃত্বে কাউন্সিলের নব্য নির্বাচিত সদস্যগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আইসিএসবির প্রেসিডেন্ট বাণিজ্যমন্ত্রীকে ইনস্টিটিউটের জন্য পর্যাপ্ত পরিমানে বাজেট এবং ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দের অনুরোধ জানান।

সভায় আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট মোঃ সেলিম রেজা, ট্রেজারার সেলিম আহমেদ, কাউন্সিল সদস্য ইতরাত হুসেইন, আক্তার মতিন চৌধুরী, শরিফ হাসান এবং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সচিব মোঃ শামিবুর রহমান উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/২৬ নভেম্বর, ২০১৯/আরএ

এই বিভাগের অন্যান্য খবর

পাঁচ বছরের কিস্তি সুবিধায় কেনার সুযোগ
ইউরোপীয় প্রযুক্তিতে বিশ্বমানের লিফট তৈরি করছে ওয়ালটন

কার্নিভাল অ্যাসিউর ও অ্যাকিউরা ইন্টারন্যাশনালের চুক্তি
'ইন্স্যুরেন্স সেবাকে এগিয়ে নেওয়াই লক্ষ্য'

রিলায়েন্স ও ওয়ালটনের মধ্যে চুক্তি
ভারতের সর্বত্র বিক্রি হবে ওয়ালটনের তৈরি পণ্য

উপরে