বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৪টির বা ৪০.৪০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৩.২০ টাকা। আজ লেনদেন শেষে ইউনিটটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১.৯০ টাকায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ১.৩০ টাকা বা ৯.৮৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪০ শতাংশ, আজিজ পাইপসের ৪.৭১ শতাংশ, জেএমআই হসপিটালের ৪.০৬ শতাংশ, জেনেক্সের ৩.৫৯ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৩.৫৮ শতাংশ, ইন্ট্রাকোর ৩.৫৩ শতাংশ, আরডি ফুডের ৩.৪৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৩৮ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার শেয়ার দর ৩.৩০ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২৩/পিএস