ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক : যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করেই কাপ্তাই হ্রদে নৌ-চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রবিবার (০৬ আগস্ট) রাতে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে রাঙ্গামাটিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং বসবাসকারীদের সতর্ক থাকার জন্য নির্দেশনা জারি করেছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন। তবে জানমালের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে যাত্রীবাহী নৌচলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হবে। পরে পরিস্থিতি বিবেচনায় ট্যুরিস্ট বোট চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে। আপতত হ্রদে এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ থাকছে। রাঙ্গামাটির সঙ্গে ছয়টি উপজেলার একমাত্র যোগগাযোগ নৌপথ। জেলার বাঘাইছড়ি, লংগদু, জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলার সঙ্গে কেবল এ পথে চলাচল হয়।

বিজনেস আওয়ার/০৭ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করেই কাপ্তাই হ্রদে নৌ-চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রবিবার (০৬ আগস্ট) রাতে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে রাঙ্গামাটিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং বসবাসকারীদের সতর্ক থাকার জন্য নির্দেশনা জারি করেছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন। তবে জানমালের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে যাত্রীবাহী নৌচলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হবে। পরে পরিস্থিতি বিবেচনায় ট্যুরিস্ট বোট চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে। আপতত হ্রদে এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ থাকছে। রাঙ্গামাটির সঙ্গে ছয়টি উপজেলার একমাত্র যোগগাযোগ নৌপথ। জেলার বাঘাইছড়ি, লংগদু, জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলার সঙ্গে কেবল এ পথে চলাচল হয়।

বিজনেস আওয়ার/০৭ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: