বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত রবিবার প্রযুক্তিগত ত্রুটি (ওএমএস বা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) দেখা দিয়েছিল। এর কারনে লেনদেন শেষদিকে বাধার মুখে পড়তে হয় বিনিয়োগকারীদের। কিন্তু ভোর রাতেই সেই ত্রুটির সমাধান করেছে ডিএসই। ফলে আজকের লেনদেন শুরুতে বিনিয়োগকারীদের কোন বাধার মুখে পড়তে হয়নি। তবে পুরোপুরি সমাধান হয়েছে কি না, সেটা বুঝা যাবে আজকের লেনদেন শেষে- এমনটি বলে জানালেন ডিএসইর কর্তৃপক্ষ।
এদিকে গতকাল লেনদেন শুরুতে কোন ধরনের বাধার মুখে পড়তে হয়নি বিনিয়োগকারীদের। তাই ওইদিনের শুরুর লেনদেন স্বাভাবিক ছিল। কিন্তু লেনদেন শেষদিকে ডিএসইতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। একারনে লেনদেন শেষে ডেটা আপলোডে জটিলতা দেখা যায়। এতে সিকিউরিটিজ হাউজসহ বিনিয়োগকারীরা দ্বিধা দ্বন্দ্বে পড়েন।
প্রযুক্তিগত ত্রুটি প্রসঙ্গে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার বলেন, গতকালের লেনদেন শেষে আমাদের ডিএসইতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল। এর ফলে বেশকিছু সিকিউরিটিজ হাউজে লেনদেন শেষে শেয়ার কেনাবেচা সংক্রান্ত আদেশের স্বয়ংক্রিয় ডেটা তৈরির ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। ডিএসইর টিম দক্ষতার সাথে সেই সমস্যা চিহিৃত করেছে। গভীর রাতে সেই সমস্যার সমাধান হয়েছে। আশা করছি, সেই সমস্যা আজ নেই।
ডিএসইর একাধিক কর্মকর্তা বলেন, ডিএসইতে গতকাল যে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, তাতে লেনদেন চালু করা নিয়ে সমস্যা নেই। সমস্যাটি ছিল লেনদেন শেষে শেয়ার কেনাবেচার ডেটা ফাইল তৈরির ব্যবস্থায়। ওই সমস্যায় ৬৩ সিকিউরিটিজ হাউজের ডেটা ভেঙে গিয়েছিল। এই কারণে লেনদেন পরবর্তীতে শেয়ার কেনাবেচায় ডেটা নিষ্পত্তিতে জটিলতা তৈরি হয়। সেই জটিলতা এখন নেই। রাত সাড়ে তিনটার দিকে সেই জটিলতার সমাধান হয়েছে।
আরও বলেন, গতকাল লেনদেন শুরুতে কোন সমস্যা ছিল না। সমস্যা দেখা যায়, লেনদেন শেষদিকে। তাই জটিলতার সমাধা হয়েছে কি না, তা আজকের লেনদেন শেষে বোঝা যাবে। লেনদেন শেষে যদি কোন জটিলতা দেখা দেয়, সেইক্ষেত্রে আমরা বিকল্প উপায়ে লেনদেন নিষ্পত্তির প্রস্তুতি নিয়ে রেখেছি। ত্রুটির কারন প্রসঙ্গে তারা বলেন, আমরা কেবল সমস্যার সমাধা করেছি। এর কারন ব্যাপারে এখন দেখছি না। পুরোপুরি সমাধানের পর ত্রুটির কারণ খুঁজে বের করা হবে।
নিয়ম অনুযায়ী, প্রতিদিন লেনদেন শেষে লেনদেন নিষ্পত্তির জন্য শেয়ার কেনাবেচা সংক্রান্ত ডেটা বা তথ্য স্বয়ংক্রিয়ভাবে ব্রোকারেজ হাউসগুলোতে সরবরাহ করে ডিএসই। সেই অনুযায়ী শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের মাধ্যমে লেনদেন নিষ্পন্ন করে সিকিউরিটিজ হাউসগুলো। কিন্তু গত রবিবার লেনদেন শেষে ডিএসইতে কারিগরি ত্রুটি দেখা দেয়। তাতে প্রতিষ্ঠানটির কাছ থেকে লেনদেন সংক্রান্ত ডেটা না পাওয়ায় লেনদেন নিষ্পত্তি করতে গিয়ে জটিলতায় পড়ে হাউসগুলো।
বিজনেস আওয়ার/৭ আগস্ট, ২০২৩/এমএজেড