বিজনেস আওয়ার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮টির বা ৮.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে খান ব্রার্দাস পিপি ওভেন ব্যাগের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩২.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৩.৭৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে খান ব্রাদার্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ক্যাপিটালের ৩.৩৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ৩.০৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ২.৫৪ শতাংশ, সিনোবাংলার ২.৩৮ শতাংশ, আজিজ পাইপসের ২.১৯ শতাংশ, সোনালী পেপারের ২.০৮ শতাংশ, ফার কেমিক্যালের ১.৮৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১.৭৬ শতাংশ এবং ইয়াকিন পলিমারের শেয়ার দর ১.৪৯ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/০৭ আগস্ট, ২০২৩/পিএস