বিজনেস আওয়ার ডেস্ক: রুকু নামাজের গুরুত্বপূর্ণ ফরজ। রুকুসহ নামাজের প্রতিটি আমল কীভাবে করতে হবে— তা হাদিসের গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে। নামাজের রুকুতে কী দোয়া পড়তে হবে? রুকু আদায়ের নিয়ম ও কিছু পদ্ধতি রয়েছে। রুকু আদায় করার ক্ষেত্রে কিছু সুন্নতের কথা হাদিসের কিতাবগুলোতে এসেছে; যেগুলো আল্লাহর রাসুল (সা.) করতেন।
এখানে রুকু পালনের কিছু সুন্নত সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুন্নতগুলো সবার জেনে রাখা উচিত। এগুলো পালনে নামাজ আরও প্রাণবন্ত ও হৃদয়ার্দ্র হবে।
তাকবির বলা অবস্থায় রুকুতে যাওয়া। (বুখারি শরিফ, হাদিস, ৭৮৯)
দুই হাত দিয়ে হাঁটু ধরা। (বুখারি শরিফ, ৭৯০)হাতের আঙ্গুলগুলো ফাঁক করে ছড়িয়ে রাখা। (আবু দাউদ, হাদিস, ৭৩১)
দুই হাত সম্পূর্ণ সোজা রাখা, কনুই বাঁকা না করা। (আবু দাউদ, হাদিস, ৭৩৪)পায়ের গোছা, হাঁটু ও উরু সোজা রাখা। হাঁটু সামনের দিকে বাঁকা না করা। (আবু দাউদ, হাদিস, ৮৬৩)
মাথা, পিঠ ও কোমর সমান রাখা, উঁচু নিচু না করা এবং পায়ের দিকে নজর রাখা। ( মুসলিম শরিফ, হাদিস, ৪৯৮, বুখারি শরিফ, ৮২৮)রুকুতে, সুবহানা রাব্বিয়াল আজিম। অর্থ : আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। দোয়াটি তিনবার বা ততোধিক (পাঁচ/সাতবার) পড়া ভাল।
রুকু থেকে উঠার সময় ইমামের সামি আল্লাহু লিমান হামিদাহ এবং মুক্তাদির রাব্বানা লাকাল হামদ পড়া। এবং একাকী নামাজ আদায়কারী ব্যক্তির জন্য উভয়টাই বলা। ( আলমগীরী, ১/১২, বুখারি শরিফ, হাদিস, ৭৮৯, ৭৩৩)
রুকু থেকে উঠে সম্পূর্ণ সোজা হয়ে এক তাসবিহ পরিমাণ স্থিরভাবে দাঁড়ানো জরুরি। ( বুখারি শরিফ, হাদিস, ৮০০,৮০১,৮০২
বিজনেস আওয়ার/০৭ আগস্ট, ২০২৩/এএইচএ