স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে চেলসিকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নয় লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শুরু হয় মৌসুমের প্রথম বিগ ম্যাচ। আর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে ২-০ গোলে হারিয়ে মৌসুমে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় ইয়্যুর্গেন ক্লপের দল।
ম্যাচের প্রথমার্ধের আধা ঘণ্টা ছিল অনেকটা সাদামাটা। ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে ছিল লিভারপুল। তবে প্রথম আধা ঘণ্টায় পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।
বিরতির আগে বড় এক ধাক্কা খায় চেলসি। মানেকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। পরে ভিএআরের সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি। ডি-বক্সের সামনে মানেকে পেছন থেকে জড়িয়ে ধরে ফেলে দিয়েছিলেন ডেনমার্কের এই ডিফেন্ডার। ফ্রি-কিকে পোস্টের বাইরে দিয়ে শট মারেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের মধ্যে মানের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ৫০তম মিনিটে ডান দিক থেকে রবের্তো ফিরমিনোর ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন সেনেগালের এই ফরোয়ার্ড। ম্যাচের ৫০তম মিনিটে এসে ১-০’তে এগিয়ে যায় লিভারপুল।
এরপর চেলসির হয়ে যার গোলরক্ষা করার কথা ছিল সেই কেপা আরিজাবালাগাই ভুলে সাদিও মানের দিকে বল বাড়িয়ে দেন। আর ফাঁকায় বল পেয়ে তা জালে পাঠাতে এক চুলও ভুল করেননি মানে। ম্যাচের ৫৪ মিনিটে এসে ১০ জনের চেলসির বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। আর তখনই কার্যত ম্যাচটি নিজেদের করে নেয় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২০/এ