ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ড্র দিয়ে ‘লা লিগা’ শুরু রিয়ালের

  • পোস্ট হয়েছে : ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক: রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র দিয়ে চলতি মৌসুমে লা লিগায় যাত্রা শুরু করলো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়ে দুই দলকে। ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ আক্রমণে সোসিয়েদাদের রক্ষণে কাঁপন ধরাতে পারলেও বের করে আনতে পারেনি ফলাফল।

উল্টো প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে বসতে গিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে সোসিয়েদাদ ফরোয়ার্ড আলেক্সান্ডার আইসাকের নেওয়া শট দুর্দান্তভাগে রুখে দেন থিবো কোর্তোয়া। আর রিয়ালকে পিছিয়ে পড়ার হাত থেকে বাঁচিয়ে দেন। এভাবেই গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে দুর্দান্ত শুরু করে সোসিয়েদাদ। ম্যাচের ৬১ মিনিটে গোলের অনেক কাছে পৌঁছে গিয়েছিলেন করিম বেনজেমা। তবে সোসিয়েদাদ ডি বক্সে বল নিয়ে ঢুকে ডান পায়ে বাঁকানো শট নেন বেনজেমা, তবে বাধা হয়ে দাঁড়ান সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। দুর্দান্ত সেভ করে দলকে পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন এই গোলরক্ষক।

এর দুই মিনিট পরে ডি বক্সের বাঁ-প্রান্তে রদ্রিগোর দিকে বল পাঠিয়ে দেন বেনজেমা, কিন্তু বল ধরে ব্যাক হিল করতে গিয়ে ব্যর্থ হন রদ্রিগো। ম্যাচের শেষ দিকে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত বল জালে জড়াতে পারেনি কেউই। আর তাই গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ড্র দিয়ে ‘লা লিগা’ শুরু রিয়ালের

পোস্ট হয়েছে : ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র দিয়ে চলতি মৌসুমে লা লিগায় যাত্রা শুরু করলো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়ে দুই দলকে। ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ আক্রমণে সোসিয়েদাদের রক্ষণে কাঁপন ধরাতে পারলেও বের করে আনতে পারেনি ফলাফল।

উল্টো প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে বসতে গিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে সোসিয়েদাদ ফরোয়ার্ড আলেক্সান্ডার আইসাকের নেওয়া শট দুর্দান্তভাগে রুখে দেন থিবো কোর্তোয়া। আর রিয়ালকে পিছিয়ে পড়ার হাত থেকে বাঁচিয়ে দেন। এভাবেই গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে দুর্দান্ত শুরু করে সোসিয়েদাদ। ম্যাচের ৬১ মিনিটে গোলের অনেক কাছে পৌঁছে গিয়েছিলেন করিম বেনজেমা। তবে সোসিয়েদাদ ডি বক্সে বল নিয়ে ঢুকে ডান পায়ে বাঁকানো শট নেন বেনজেমা, তবে বাধা হয়ে দাঁড়ান সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। দুর্দান্ত সেভ করে দলকে পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন এই গোলরক্ষক।

এর দুই মিনিট পরে ডি বক্সের বাঁ-প্রান্তে রদ্রিগোর দিকে বল পাঠিয়ে দেন বেনজেমা, কিন্তু বল ধরে ব্যাক হিল করতে গিয়ে ব্যর্থ হন রদ্রিগো। ম্যাচের শেষ দিকে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত বল জালে জড়াতে পারেনি কেউই। আর তাই গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: