বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান। তিনি বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন বছরের জন্য তাকে চূড়ান্ত নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে।
এর আগের গত সোমবার ডিএসইর পরিচালনা সভায় এমডি পদে নিয়োগ চেয়ে এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাসেরের নাম কমিশনে পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। পরে কমিশন এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয়।
বিজনেস আওয়ার/৮ আগস্ট, ২০২৩/এমএজেড/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: