বিজনেস আওয়ার ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
মঙ্গলবার (৮আগস্ট) আম উপহারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে অবস্থিত পাকিস্তান দূতাবাসের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ।
টুইটারে তিনি জানান, প্রতি বছর পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলির নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে বিশ্বখ্যাত পাকিস্তানি আম পাঠানো হয়।

এই ঐতিহ্য বজায় রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তার পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের কাছে মৌসুমী তাজা আম উপহার পাঠিয়েছেন, জানান ফাসিহ উল্লাহ।
এর আগে, গত জুলাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জন্য ১ হাজার ৫০০ কেজি আম পাঠিয়েছেন।
বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০২৩/এএইচএ