ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিবিসিসিআই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো কানাডায়

  • পোস্ট হয়েছে : ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সিবিসিসিআই ট্রেড আ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩। কানাডার ব্যবসায়ী ও আমদানিকারদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের যোগাযোগ স্থাপনের লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এক্সপো। তিনব্যাপী এই মেলার আয়োজন করেছে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই)। বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে মেলার আয়োজক সংস্থা।

সংবাদ সম্মেলনে সিবিসিসিআইয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর শাকিল বিন মুশতাক জানান, আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর কানাডার টরেন্টোতে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করতে যাচ্ছে সিবিসিসিআই। ৩০ হাজার স্কয়ার ফুটের দ্য ইন্টারন্যাশনাল সেন্টারে এই মেলার আয়োজন করা হবে। এতে বাংলাদেশ থেকে ৬০-৭০ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া ২০০ জন বিদেশি ডেলিকেট অংশ নেবেন।

আরও বলেন, এই মেলার মূল উদ্দেশ্য বাংলাদেশের পণ্য কানাডার বাজারে প্রবেশে সেখানকার সম্ভাব্য ক্রেতা বা আমদানিকারকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বাংলাদেশে কানাডার সম্ভাবনা তুলে ধরা। ইতোমধ্যে এই আয়োজনের সঙ্গে সংযুক্ত থাকতে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও অ্যাসোসিয়েশন সম্পৃক্ত হয়েছে। যার মধ্যে বিডা, ইপিবি, বিজিএমইএ, বেসিস, ই-ক্যাবসহ নানা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া কানাডার চেম্বার অব কমার্স ও ট্রেড প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলার মাধ্যমে দুই দেশর ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। এটি বি টু বি এক্সপো। এতে বাংলাদেশি পণ্যের ৬০-৭০টি স্টল থাকবে। যেখানে নিজেদের পণ্যের সমারোহ সাজিয়ে বসবেন ব্যবসায়ীরা। এছাড়া বেশ কয়েকটি সেমিনার থাকবে। সংবাদ সম্মেলনে সিবিসিসিআইয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর চেয়ার আরিফ রহমান এবং সিবিসিসিআইয়ের কান্ট্রি ডিরেক্টর ও এক্সপোর চেয়ার ফারজানা আলী উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/৯ আগস্ট, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিবিসিসিআই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো কানাডায়

পোস্ট হয়েছে : ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সিবিসিসিআই ট্রেড আ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩। কানাডার ব্যবসায়ী ও আমদানিকারদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের যোগাযোগ স্থাপনের লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এক্সপো। তিনব্যাপী এই মেলার আয়োজন করেছে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই)। বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে মেলার আয়োজক সংস্থা।

সংবাদ সম্মেলনে সিবিসিসিআইয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর শাকিল বিন মুশতাক জানান, আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর কানাডার টরেন্টোতে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করতে যাচ্ছে সিবিসিসিআই। ৩০ হাজার স্কয়ার ফুটের দ্য ইন্টারন্যাশনাল সেন্টারে এই মেলার আয়োজন করা হবে। এতে বাংলাদেশ থেকে ৬০-৭০ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া ২০০ জন বিদেশি ডেলিকেট অংশ নেবেন।

আরও বলেন, এই মেলার মূল উদ্দেশ্য বাংলাদেশের পণ্য কানাডার বাজারে প্রবেশে সেখানকার সম্ভাব্য ক্রেতা বা আমদানিকারকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বাংলাদেশে কানাডার সম্ভাবনা তুলে ধরা। ইতোমধ্যে এই আয়োজনের সঙ্গে সংযুক্ত থাকতে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও অ্যাসোসিয়েশন সম্পৃক্ত হয়েছে। যার মধ্যে বিডা, ইপিবি, বিজিএমইএ, বেসিস, ই-ক্যাবসহ নানা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া কানাডার চেম্বার অব কমার্স ও ট্রেড প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলার মাধ্যমে দুই দেশর ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। এটি বি টু বি এক্সপো। এতে বাংলাদেশি পণ্যের ৬০-৭০টি স্টল থাকবে। যেখানে নিজেদের পণ্যের সমারোহ সাজিয়ে বসবেন ব্যবসায়ীরা। এছাড়া বেশ কয়েকটি সেমিনার থাকবে। সংবাদ সম্মেলনে সিবিসিসিআইয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর চেয়ার আরিফ রহমান এবং সিবিসিসিআইয়ের কান্ট্রি ডিরেক্টর ও এক্সপোর চেয়ার ফারজানা আলী উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/৯ আগস্ট, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: