ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিতে ইকুয়েডরের প্রেসিডেন্টপ্রার্থী নিহত

  • পোস্ট হয়েছে : ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • 44

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরে নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিতে নিহত হয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও। ওই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নির্বাচনের ঠিক ১০ দিন আগে এ ঘটনা ঘটলো।

স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় দেশটির কুইটো শহরে এ ঘটনা ঘটে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক্স বার্তায় ফার্নান্দোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে জানিয়েছেন তিনি।

ফার্নান্দোর নিহতের খবর নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতাও।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কুইটো শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন ফার্নান্দো। মিছিল শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি মারা যান।

৫৯ বছর বয়সী ফার্নান্দো ছিলেন ইকুয়েডরের মুভিমিয়েন্তো কনস্ট্রুয়ে দলের নেতা। আগামী ২০ আগস্ট লাতিন আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে অংশ নেওয়া আটজন প্রার্থীর অন্যতম ছিলেন ফার্নান্দো।

তথ্যসূত্র: আলজাজিরা

বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিতে ইকুয়েডরের প্রেসিডেন্টপ্রার্থী নিহত

পোস্ট হয়েছে : ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরে নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিতে নিহত হয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও। ওই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নির্বাচনের ঠিক ১০ দিন আগে এ ঘটনা ঘটলো।

স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় দেশটির কুইটো শহরে এ ঘটনা ঘটে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক্স বার্তায় ফার্নান্দোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে জানিয়েছেন তিনি।

ফার্নান্দোর নিহতের খবর নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতাও।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কুইটো শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন ফার্নান্দো। মিছিল শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি মারা যান।

৫৯ বছর বয়সী ফার্নান্দো ছিলেন ইকুয়েডরের মুভিমিয়েন্তো কনস্ট্রুয়ে দলের নেতা। আগামী ২০ আগস্ট লাতিন আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে অংশ নেওয়া আটজন প্রার্থীর অন্যতম ছিলেন ফার্নান্দো।

তথ্যসূত্র: আলজাজিরা

বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: