ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে বিএনপি নেতা ইদ্রিসের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • 84

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৫৩ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মোল্লা কারাগারে মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু।

তিনি বলেন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মোল্লাকে গত ২৯ জুলাই রাতে গ্রেফতার করে কদমতলী থানা পুলিশ। আগে কোনো মামলা থাকলেও মাতুয়াইলের অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত জামিন না দিয়ে জেলখানায় পাঠায়।

মিন্টু জানান, সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ ইদ্রিস মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কারা হাসপাতালের সহকারী সার্জন ইদ্রিস আলীর চিকিৎসা ব্যবস্থাপত্রে উল্লেখ করেছেন তিনি ‘কার্ডিয়াক অ্যারেস্ট উইথ পালসলেস উইথ হাইপারটেনশনে’ আক্রান্ত ছিলেন। মৃত্যুর সনদে কারণ হিসেবে ‘ইররিভারসিবেল কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট ডিউ টু সিভিডি (ব্রেন স্ট্রোক)’ উল্লেখ রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কারাগারে বিএনপি নেতা ইদ্রিসের মৃত্যু

পোস্ট হয়েছে : ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৫৩ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মোল্লা কারাগারে মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু।

তিনি বলেন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মোল্লাকে গত ২৯ জুলাই রাতে গ্রেফতার করে কদমতলী থানা পুলিশ। আগে কোনো মামলা থাকলেও মাতুয়াইলের অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত জামিন না দিয়ে জেলখানায় পাঠায়।

মিন্টু জানান, সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ ইদ্রিস মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কারা হাসপাতালের সহকারী সার্জন ইদ্রিস আলীর চিকিৎসা ব্যবস্থাপত্রে উল্লেখ করেছেন তিনি ‘কার্ডিয়াক অ্যারেস্ট উইথ পালসলেস উইথ হাইপারটেনশনে’ আক্রান্ত ছিলেন। মৃত্যুর সনদে কারণ হিসেবে ‘ইররিভারসিবেল কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট ডিউ টু সিভিডি (ব্রেন স্ট্রোক)’ উল্লেখ রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: