বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আরও ২০ জন শনাক্ত হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ১৭ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৯৫৭ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ২৪ জন
বিজনেস আওয়ার/১১ আগস্ট ২০২৩/এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: