জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: জীবননগর পৌর ভবনে শোক দিবসের আলোচনায় হাজী আলী আজগার টগর এমপি বলেছেন, আগষ্ট আসলেই আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে যড়যন্ত্র শুরু হয়। শোকাবহ এই আগষ্টেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই হত্যাকান্ডে শিশুপুত্র শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ঘাতকরা। ২১ আগষ্ট আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়।
শনিবার (১২ আগস্ট) সকাল ১০ টায় পৌরসভার হলরুমে শোকাবহ আগষ্টের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী আলী আজগার টগর এমপি বলেন, এই আগষ্ট আসলেই স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্রকারীরা আবারও পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা চালাচ্ছে। সকল অপশক্তিকে রুখে দিয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
জীবননগর পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু পৌর কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস আওয়ার/১২ আগস্ট, ২০২৩/এএইচএ