বিজনেস আওয়ার প্রতিবেদক : শনিবার সন্ধ্যায় রাজধানীসহ সারাদেশে যে বৃষ্টি শুরু হয়েছে তা আরো তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।
আবহাওয়াবিদ আবুল কালাম জানান, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যনত্ বিস্তৃত। এর একটি অংশ বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এর ফলে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে যা আগামী ১৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দিনের তাপমাত্র সামান্য হ্রাস পেতে পারে। যা রাতেও অপরিবর্তিত থাকতে পারে।
বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২৩/পিএস