ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফের নোবিপ্রবির উপাচার্য হলেন ড. দিদার-উল আলম

  • পোস্ট হয়েছে : ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক: দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. দিদার-উল আলম।

রোববার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১০(১) অনুযায়ী ড. মো. দিদারুল-আলম, অধ্যাপক, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় মেয়াদে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

তার বর্তমান পদের সম-পরিমাণ বেতনভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০১৯ সালের ১২ জুন প্রথম মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ড. মো. দিদার-উল আলম।

প্রসঙ্গত, ২০০৬ সালে দেশের ২৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফের নোবিপ্রবির উপাচার্য হলেন ড. দিদার-উল আলম

পোস্ট হয়েছে : ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. দিদার-উল আলম।

রোববার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১০(১) অনুযায়ী ড. মো. দিদারুল-আলম, অধ্যাপক, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় মেয়াদে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

তার বর্তমান পদের সম-পরিমাণ বেতনভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০১৯ সালের ১২ জুন প্রথম মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ড. মো. দিদার-উল আলম।

প্রসঙ্গত, ২০০৬ সালে দেশের ২৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: