বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে ইউরোপে ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। নেদারল্যান্ডসের আমস্টারডামে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর এ প্রদর্শনী এবং সেমিনার অনুষ্ঠিত হবে।
এই প্রদর্শনী এবং সেমিনারের ফলে বাংলাদেশের রপ্তানি পণ্যের গুণমান ইউরোপের ক্রেতাদের সামনে প্রদর্শন করা হবে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পরও বর্ধিত মেয়াদে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত রাখার উদ্দেশ্যে প্রদর্শনীর পাশাপাশি একাধিক সেমিনারের আয়োজন করা হবে।
নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) এ আয়োজন করছে। জানা গেছে, তৈরি পোশাক, বস্ত্র, কৃষি, হস্তশিল্পসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ৪০টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। উদ্যোক্তা ছাড়াও নীতিনির্ধারণী পর্যায় থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, বিজিএমইএর সাবেক ও বর্তমান কয়েকজন নেতা এবং নেদারল্যান্ডস সরকারের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।
প্রদর্শনীর আয়োজক বিইএর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন জানান, সারা ইউরোপ থেকে ব্র্যান্ড এবং ক্রেতা প্রতিনিধিরা এ প্রদর্শনীতে আসবেন। তাদের সামনে বাংলাদেশের রপ্তানি খাতের সামর্থ্য তুলে ধরা হবে।
বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২৩/পিএস