ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইবি’তে নিয়োগ পেতে বিষের বোতল হাতে ভাইভা বোর্ডে প্রার্থী

  • পোস্ট হয়েছে : ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • 96

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চতুর্থ শ্রেণির মালি পদের নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে। এই পদে নিয়োগ পেতে বিষের বোতল হাতে নিয়ে ভাইভাতে অংশগ্রহণ করেন এক চাকরিপ্রার্থী। ওই চাকরিপ্রার্থীর নাম হাসমত আলী। সে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করেন।

শনিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন এ ঘটনা ঘটে।

তিনি জানান, ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। পরে ওসিকে খবর দেওয়া হয়। ওসির উপস্থিতে তার কাছে অঙ্গীকারনামা লিখে নেওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ভাইস চ্যান্সেলরের পিএস আমাকে ফোন দিয়ে একজন সহকারী প্রক্টর নিয়ে আসতে বলেন। আমি সেখানে গিয়ে দেখলাম একটি বিষের বোতল রাখা আছে। এরপর নিয়োগ বোর্ডের সদস্যদের মাধ্যমে জানতে পারলাম ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। এমনকি সে নিয়োগ না দিলে বিষ খেতে উদ্যত হন। পরে আমরা বিষের বোতল এবং ওসির উপস্থিতিতে ওই লোকের অঙ্গীকারনামা লিখে প্রক্টর অফিসে জমা রেখেছি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ্লব বলেন, ওই লোকের অঙ্গীকারনাম এবং বিষের বোতল বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে জমা রয়েছে। আমাদের কাছে তারা হস্তান্তর করেনি৷হস্তান্তর করলে আমরা আইনী প্রক্রিয়ায় এগোতে পারবো।

বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইবি’তে নিয়োগ পেতে বিষের বোতল হাতে ভাইভা বোর্ডে প্রার্থী

পোস্ট হয়েছে : ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চতুর্থ শ্রেণির মালি পদের নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে। এই পদে নিয়োগ পেতে বিষের বোতল হাতে নিয়ে ভাইভাতে অংশগ্রহণ করেন এক চাকরিপ্রার্থী। ওই চাকরিপ্রার্থীর নাম হাসমত আলী। সে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করেন।

শনিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন এ ঘটনা ঘটে।

তিনি জানান, ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। পরে ওসিকে খবর দেওয়া হয়। ওসির উপস্থিতে তার কাছে অঙ্গীকারনামা লিখে নেওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ভাইস চ্যান্সেলরের পিএস আমাকে ফোন দিয়ে একজন সহকারী প্রক্টর নিয়ে আসতে বলেন। আমি সেখানে গিয়ে দেখলাম একটি বিষের বোতল রাখা আছে। এরপর নিয়োগ বোর্ডের সদস্যদের মাধ্যমে জানতে পারলাম ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। এমনকি সে নিয়োগ না দিলে বিষ খেতে উদ্যত হন। পরে আমরা বিষের বোতল এবং ওসির উপস্থিতিতে ওই লোকের অঙ্গীকারনামা লিখে প্রক্টর অফিসে জমা রেখেছি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ্লব বলেন, ওই লোকের অঙ্গীকারনাম এবং বিষের বোতল বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে জমা রয়েছে। আমাদের কাছে তারা হস্তান্তর করেনি৷হস্তান্তর করলে আমরা আইনী প্রক্রিয়ায় এগোতে পারবো।

বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: