বিজনেস আওয়ার প্রতিবেদক: নওগাঁর মান্দায় মাঠের ভেতরে ইউক্যালিপটাসের একটি বাগান থেকে প্রেমিক যুগলে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকালে কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামের ঝড়াবিল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- তুলশিরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে আরিফ হোসেন (২২) ও একই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে জুলিয়া আক্তার জনি (১৬)। এদের মধ্যে জনি এবার এসএসসি পাস করেছে। অন্যদিকে আরিফ হোসেন স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
নিহত জুলিয়া আক্তার জনির বাবা হাফিজুর রহমান বলেন, গতকাল রবিবার রাত ১০টা পর্যন্ত পরিবারের সবাই এক সঙ্গে বসে টিভি দেখেছি। এর পর স্ত্রী বানেছা বেগমের সঙ্গে মেয়ে জনি একই ঘরে ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের সময় তার মা ঘুম থেকে জেগে দেখেন মেয়ে জনি বিছানায় নেই।
স্থানীয় লোকজন সকালে মাঠে কাজে গিয়ে বাগানে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন।’
আরিফ হোসেনের বাবা আবদুল করিম বলেন, ‘ছেলে আরিফ হোসেন রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। আজ সকালে মাঠের ভেতর ইউক্যালিপটাসের বাগানে তার মরদেহ পাওয়া যায়।’
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক বাসিন্দা জানান, শারীরিক সমস্যার কারণে আরিফকে দুবার অপারেশন করানো হয়েছে। এর পরও তার মেয়েলি স্বভাবের পরিবর্তন না হওয়ায় বিয়ে ভেঙে যাচ্ছিল। আরিফ-জনির প্রেম বিয়ে পর্যন্ত গড়াবে না এমন আশঙ্কা থেকেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, মাঠের ভেতর থেকে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিষপানের বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন এই মুহুর্তে তা বলা যাচ্ছে না।
বিজনেস আওয়ার/১৪ আগস্ট, ২০২৩/এএইচএ