বিজনেস আওয়ার প্রতিবেদক: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ৫ পলাতক খুনির অবস্থানের তথ্য দিতে পারলে তাকে বা তাদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে এ সভা আয়োজিত হয়। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এ সভার আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দুই খুনির খবর আমরা জানি। একজন আমেরিকায় এবং আরেকজন কানাডায়। বাকি পাঁচজন সম্পর্কে আমরা কিছুই জানি না। যে এদের তথ্য দেবে তাদের পুরস্কৃত করবে সরকার।
যুক্তরাষ্ট্রে খুনি রাশেদ ও খুনি নূর কানাডায় অবস্থান করছেন। তাদের না ফেরত দেওয়ায় যুক্তরাষ্ট্র-কানাডার সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, কানাডা-যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে আইন অত্যন্ত শক্তিশালী, সেখানে তারা খুনিদের আশ্রয় দিতে পারে না। যে খুনিরা কিনা ভয়ংকর কাজ করেছে।
যুক্তরাষ্ট্র-কানাডা প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ করে মোমেন বলেন, প্রবাসীদের বলব, খুনিরা দিব্বি ঘুরে বেড়াচ্ছেন। আপনারা খুনির বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ করেন। অন্তত মাসে একবার হলেও এটা ঘটা করে করেন, তাদের দেখলে বলেন-‘খুনি যাচ্ছে’। এতে করে তারা মনঃপীড়ায় পড়বে। ওখানকার সাংবাদিকদের নিয়ে আপনারা আন্দোলন করেন।
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে সব ধরনের প্রচেষ্টা সরকার চালিয়ে যাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বিজনেস আওয়ার/১৪ আগস্ট, ২০২৩/এএইচএ