বিজনেস আওয়ার প্রতিবেদক : আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে গত কয়েক দিন ধরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া জামায়াত নেতা সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন চেকপোস্টে তল্লাশিসহ নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি করা হচ্ছে। সতর্ক রয়েছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সময় সময় জোরদার থাকে। আমরা এ বিষয়ে কনসার্ন আছি।
বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২৩/পিএস