স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান সিরি ‘আ’র নতুন মৌসুমের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। বলোনিয়ার বিপক্ষে এ জয়ে দুইটি গোলই করেছেন জ্বলাতান ইব্রাহিমোভিচ।
সোমবার রাতে নিজেদের ঘরের মাঠে ম্যাচের ৩৫ মিনিটের সময় দুর্দান্ত এক হেডারে প্রথম গোলটি করেন ইব্রাহিমোভিচ। থিও হার্নান্দেজের ক্রসে হেডটি করেন তিনি। তবে ৪২তম মিনিটে পেনাল্টি থেকে সোসৌলোকে সমতায় ফেরান ফ্রান্সেসকো কাপুতো।
উত্তেজনায় ঠাঁসা প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে মিলানের ব্যবধানটা দ্বিগুণ করেন ৩৮ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার। পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় ও শেষ গোল করেন। ২০১২ সালের পর এই প্রথম সিরি’আ লিগে জোড়া গোলের দেখা পেলেন ইব্রা।
এই জয়ের ফলে রোমাকে টপকে লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থান দখল করেছে মিলান। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯। এদিকে জয়ের রাতে মিলানকে পুরনো রূপে ফিরিয়ে আনা কোচ স্তেফানো পিওলির সঙ্গে চুক্তি নবায়ন করেছে মিলান।
বিজনেস আওয়ার/২২ সেপ্টেম্বর, ২০২০/এ