জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা আয়োজনে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় তাকে আটক করে পুলিশ।
আটক যুবকের নাম—আরিফ জোয়ার্দ্দার (৩১)। তিনি জীবননগর পৌরসভার তেঁতুলিয়া গ্রামের সোহরাব জোয়ার্দ্দার ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে আজ (বুধবার) জীবননগরে গায়েবানা জানাজা আয়োজন করা হবে বলে ফেসবুকে স্টাটাস দেয় যুবক, এমন গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে।
এর পরিপ্রেক্ষিতে জীবননগর থানা এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। যোহরের নামাজের পর ফেসবুকে স্টাটাস দেয়া যুবক আরিফ হোসেনকে আটক করা হয়। আরিফ জোয়ার্দ্দারকে মসজিদের সামনে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এ জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
আরিফ জোয়ার্দ্দারকে গ্রেফতার দেখানো হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে এখন বলতে পারব না।’
জীবননগরে পুলিশ সতর্ক অবস্থানে থাকায় কেউ গায়েবানা জানাজার আয়োজন করতে পারেনি বলে জানান ওসি এস এম জাবীদ হাসান।
বিজনেস আওয়ার/১৬ আগস্ট, ২০২৩/এএইচএ