বিজনেস আওয়ার প্রতিবেদক : বিগত কয়েক বছর ধরেই প্রশ্ন ফাঁস হচ্ছে না। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়। এ বছর সে গুজবের মাত্রাটাও কম রয়েছে। এগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিবো বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এদিকে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে।
আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার চেষ্টা করবো জানিয়ে তিনি বলেন সেই অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।
বিজনেস আওয়ার/১৭ আগস্ট, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: