বিজনেস আওয়ার প্রতিবেদক : আমদানি করে ডিমের দাম কমাতে চাইলে উল্টো ১২ টাকার ডিম ২০ টাকায় কিনে খেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত পোল্ট্রি শিল্পে সংকট প্রান্তিক খামারিদের সুরক্ষা ও ডিম-মুরগির উৎপাদন খরচ হ্রাসে করনীয় শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমদানি করে ডিমের দাম কমাতে চাইলে উল্টো দাম আরও বাড়বে। তখন ১২ টাকার ডিম ২০ টাকায় খেতে হবে।
হঠাৎ করে ডিমের বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে কোন সিন্ডিকেট নেই বলেও বিএবি নেতারা দাবি করেন। তারা বলেন, মুরগির ফিডের দাম না কমালে ডিমের উৎপাদন খরচ কমানো সম্ভব না। এজন্য ফিডের আমদানি মূল্য কমানোর দাবি জানানো হয়।
বিজনেস আওয়ার/১৭ আগস্ট,২০২৩/এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: