মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর বিষয়ে চিকিৎসককে হুমকিদাতা তাফসিরুলকে (১৮) মহেশপুর থেকে আটক করেছে র্যাব সদস্যরা।
আটক তাফসিরুল ঝিনাইদহের মহেশপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের জামায়াত নেতা রফিকুল ইসলামের ছেলে। তিনি ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। তার বাবা রফিও এলাকার জামায়াতে ইসলামীর কর্মী।
বুধবার (১৬ আগস্ট) রাতে ঝিনাইদহ র্যাব সদস্যরা চিকিৎসককে হুমকিদাতা তাফসিরুলকে তার বাড়ীর পাশের মিলনের ড্রাগনের বাগান থেকে তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয় নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মাষ্টার জানান, র্যাবের হাতে আটক তাফসিরুলের পিতা রফিকুল ইসলাম জামাত সমর্থক। ২০১৩ সালে মহেশপুরের দ্বারিয়াপুর গ্রামে পুলিশের সাথে যে সংর্ঘষ হয় সে মামলার অন্যতম আসামি এবং জেল হাজত খেটেছে। তার ছেলে তাফসিরুল শিবির সমর্থক এইচএসসি পাস করে বর্তমান অর্নাসে লেখাপড়া করে বলে জানি।
তাফসিরুলের পিতা জানান, বুধবার রাত সাড়ে ৮টা দিকে দ্বারিয়াপুর গ্রামের মিলনের ড্রাগনের বাগান থেকে র্যাব আমার ছেলেকে আটক করে নিয়ে যায়। কেন তাকে আটক করে নিয়ে যায় তা তার জানা নেই।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি)খন্দাকার শামীম উদ্দিন জানান, এই বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।
বিজনেস আওয়ার/১৭ আগস্ট, ২০২৩/এএইচএ