স্পোর্টস ডেস্ক : কখনো তিনি ‘থর’, কখনো তিনি ‘ব্লাক প্যান্থার’ আবার কখনো তিনি হয়ে যান ‘স্পাইডারম্যান’। না, কোনো সুপারহিরো না বলা হচ্ছিল বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির ইন্টার মায়ামির হয়ে গোল উদযাপনের কথা।
সাতবারের ব্যালন ডি’অর জেতা এই তারকার নতুন এই গোল উদযাপনের কারণ ভেবে ভক্তরা রাতের ঘুম হারাম করেছে তবে এবার গোলদাতা নিজেই জানালেন মার্ভেল মুভির চরিত্রদের মতো গোল উদযাপনের রহস্য।
বর্তমান মেসিকে দেখলে প্রশ্ন আসবে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মাঠের লিওনেল মেসি কি আরও ধারালো হয়েছেন? মায়ামিতে যোগ দেওয়ার পর অনেক সুখী লাগছে তাকে। অনেক নতুনত্বও মিলছে বিশেষ করে গোল করার পর তার চিরচারিত উদযাপনের ভিন্নতা থেকেও। অনেকে মার্ভেলের সাথে মেজর লিগের চুক্তি মেসির এরকম উদযাপনের কারণ হিসেবে ভাবলেও মেসি জানালেন এই উদযাপনগুলো করেন তার ছেলেদের উদ্দেশ্যে।
লিগ কাপের ফাইনালের আগে মায়ামির হয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মেসি এ নিয়ে মুখ খোলেন। জানালেন, শুধু ছেলেদের জন্যই মার্ভেল মুভির চরিত্রদের মতো উদযাপন তার। এ জন্যই শুধু মায়ামির হোম ম্যাচে তাকে অমন উদযাপন করতে দেখা যায়। প্রতিপক্ষের মাঠে ছেলেরা থাকেন না বলে অমন উদযাপনও করেন না।
মেসি বলেন, ‘আমার তিন ছেলেই এখনও ছুটির মধ্যে আছে, এখনও স্কুল শুরু হয়নি তাদের। তাই প্রতি রাতেই আমরা মার্ভেল সুপারহিরো মুভি দেখি। ওরাই আমাকে আইডিয়াটা দিয়েছে। বলেছে, আমার যখন খেলা থাকে এবং আমি যখন গোল করি, আমি যেন মার্ভেল সুপারহিরো সেলিব্রেশন করি।’
মেসি জানান ছেলের সঙ্গে গোল উদযাপনের অনুশীলনও করেন তিনি, ‘প্রতিবার যখন আমরা নতুন সিনেমা দেখতাম, আমরা একটি গোল উদযাপনের অনুশীলন করতাম।’
যোগ করেন, ‘তবে আমি শুধু ঘরের মাঠের ম্যাচে এটা করি। তারা তখন মাঠে থাকে, আমার কাছে থাকে। তাই আমরা এমন মুহূর্ত ভাগাভাগি করতে পারি। আমি যখন তাদের স্ট্যান্ডে দেখি, তখনই এটা করি।’
মেসির তিন ছেলের নাম চিরো, মাতেও এবং থিয়াগো। তাদের বয়স যথাক্রমে ৫, ৭ ও ১০ বছর।
বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২৩/এসএস