বিজনেস আওয়ার প্রতিবেদক : মেসির হাত ধরে বদলে গেছে ইন্টার মিয়ামি। মেসি আসার আগে যে দলটা সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ১টি জিতেছিল, সেই দলই মেসি ম্যাজিকে ৬ ম্যাচ জিতে, পৌঁছে গেছে লিগস কাপে ফাইনালে।
নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয় থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে মিয়ামি। শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় ২০ আগস্ট সকাল ৭টা) লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। সে ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে।
দর্শকদের প্রবল আগ্রহের কারণে টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকার বেশি (প্রতি ডলার ১০৯ দশমি ক ৯৪
টাকা হিসেবে)। এরপরও টিকিট পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা। মেসির জন্যই যে এ উন্মাদনা, তা বলার অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্রের মাটিতে মেসির প্রথম ট্রফি জয়ের মুহূর্তটির সাক্ষী হওয়ার সুবর্ণসুযোগ হাত ছাড়া করতে চাইছেন না ভক্তরা। তাই টিকিটের চাহিদা ভীষণভাবে বেড়ে গেছে। দুই মাস আগে হওয়া ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের চেয়েও মেসির এ ফাইনালের টিকিটের দাম বেশি।
ইস্তাম্বুলের আতাতুর্কঅলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম দামের টিকিট ছিল ৭৭ দশমিক ৫০ ডলারের। ন্যাশভিল বনাম ইন্টার মিয়ামি ফাইনালের সবচেয়ে কম দামের টিকিট মিলছে ৪৮৪ দশমিক ৪৫ ডলারে। সবচেয়ে ভালো সিটগুলো বিক্রি হচ্ছে ১২ হাজার ৭৫ ডলারে। শুরুতে দুই ক্লাবের সদস্যদের জন্য টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। ক্লাব সদস্যরা গত বুধবার দুপুর ২টা পর্যন্ত টিকিট কিনতে পেরেছেন। এরপর সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় টিকিট বিক্রির কার্যক্রম।
ইউনাইটেড স্টেটস সকার ফেডারেশনের (ইউএসএসএফ) দেয়া তথ্য মতে ম্যাচের দুইদিন আগেই বিক্রি হয়ে যায় সকল টিকিট। একইসঙ্গে টিকিটের এমন উচ্চমূল্য ও চাহিদায় রীতিমতো হতবাক ইউএসএসএফ কর্তারা। যারা টিকিট কিনতে পারেননি তারা এখন কালোবাজারে টিকিট খুঁজছেন। সেখানে ফাইনালের টিকিটের দাম হাঁকানো হচ্ছে দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা। সেই টিকিট কিনতেও মানুষ হুমড়ি খেয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এই চাহিদা যে শুধু মেসির জন্য সেটি কারো অজানা নয়। মিয়ামির হয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচে ৯টি গোল করেছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। মিয়ামির সমর্থকদের আশা ফাইনালেও নিরাশ করবেন না আর্জেন্টিনার মেসি। সকলেরই আশা বিশ্বকাপজয়ী এই তারকা মিয়ামিকে এনে দেবেন প্রথম শিরোপা। গড়বেন ইতিহাস। আর সেই ইতিহাসের সাক্ষী হতেই ৩০ হাজার দর্শক কাল উপস্থিত থাকবেন জিয়োডিস পার্কস্টেডিয়ামে।
বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২৩/এমএজেড