বিজনেস আওয়ার প্রতিবেদক: বিভিন্ন সময়ে ফেসবুকে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন তথ্য প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এই প্রতিষ্ঠানটির কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা গ্রুপ নেই। তাই প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হলে এর জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী থাকবে না বলেও জানিয়েছে।
রোববার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইনে রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা গ্রুপ নেই। প্রচারণায় বিভ্রান্ত না হতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে সংস্থাটি।
এসব প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতি, অসুবিধা সম্মুখীন হলে এর জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী থাকবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজনেস আওয়ার/২০ আগস্ট, ২০২৩/এএইচএ