ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাট আহরনে চালু ইএফডিএমএস, সহায়তায় জেনেক্স

  • পোস্ট হয়েছে : ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক : ভ্যাট (মূল্য সংযোজন কর) আহরণে স্বচ্ছতা এবং গতি বৃদ্ধির লক্ষ্যে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) চালু করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট আহরণে এনবিআরের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এ ডিভাইস বসাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস।

প্রাথমিকভাবে ঢাকা এবং চট্টগ্রামে এই ডিভাইসটির সংরক্ষণ ও পরিচালনার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে ভ্যাট আহরণ করা হবে। এর মাধ্যমে ব্যবসায়ীদের ভ্যাট রিটার্ন দেয়ার সুযোগ থাকবে। এনবিআরের সার্ভারে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে। এনবিআর সরাসরি ভ্যাট প্রদান এবং আহরণের পরিমাণ পর্যবেক্ষন করবে।

রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে ভ্যাট আদায়ের ইলেক্ট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্বঅভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগ সিনিয়র সচিব মিজ ফাতিমা ইয়াসমিন এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য এবং মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সরকার কাজ করছে। ভ্যাট প্রদানের মাধ্যমে সর্বস্তরের মানুষ দেশের উন্নয়নে অংশ নিতে পারে। সেই জায়গায় আমরা স্বচ্ছতা আনতে চাই। এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়েছে এনবিআর। বিষয়টি ডিজিটাল হওয়ায় সকলে আগ্রহী হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে এ ধরণের কাজ সত্যিই প্রশংসনীয়।

আরও বলেন, এধরণের কাজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাওয়ার পদক্ষেপ। ইএফডিএমএস ব্যবহারের এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ স্বাগত জানাবে। ব্যবহারে এগিয়েও আসবে। আমরা এনবিআরের ব্যবস্থাপনায় এবং জেনেক্স ইনফোসিসের সহায়তায় এই উদ্যোগকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চাই।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ভ্যাট প্রদান এবং আহরণ করার উন্নততর ব্যবস্থা ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম। এটি দেশে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট আহরণে ভ্যাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। ডিজিটালাইজড ভ্যাট ব্যবস্থাপনা মাধ্যমে বিশ্বে স্মার্ট ভ্যাট আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এনবিআর। দেশ এগিয়ে যাচ্ছে। বড় অর্থনীতির দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে। এমন অবস্থায় ভ্যাট-কর প্রদান ও আহরণ ব্যবস্থা উন্নতকরণের বিকল্প নেই।

জেনেক্স ইনফোসিসের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ও প্রাধান নির্বাহী কর্মকর্তা শাহ্ জালাল উদ্দিন বলেন, ভ্যাট ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের মাধ্যমে শুধু সরকারের রাজস্বই বৃদ্ধি পাবে না বরং টেকসই অর্থনীতির পথেও দেশ এগিয়ে যাবে। ইএফডিএমএস ব্যবসায় উৎপাদনশীলতা বাড়াতে এবং হিসাব শৃঙ্খলা নিশ্চিতে সহায়তা করবে। ভ্যাট প্রদানে এবং রিটার্ন দাখিলে ব্যবসায়ীরা বিভিন্ন সময় যে জটিলতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হন তা এ ডিভাইস ব্যবহারের মাধ্যমে অনেকাংশে দূর হয়ে যাবে। ভ্যাট সংগ্রহে আমরা এনবিআরের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছি। বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পুরো সলিউশনটির ইনফাস্ট্রাকচার বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে প্রতি বছরে ৬০ হাজার করে পাঁচ বছরে তিন লাখ ইএফডিএমএস মেশিন বসানো হবে। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশের রূপকল্প আরও গতিশীল হবে।

উল্লেখ্য, দেশে বর্তমানে মোট রাজস্বের প্রায় ৪০ শতাংশ আদায় হয় ভ্যাট থেকে। ডিপার্টমেন্টাল স্টোর, বিপণি বিতান, হোটেলসহ ২৫টি খাতে ইএফডিএমএস ডিভাইস বসানো বাধ্যতামূলক করা হয়েছে।

বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২৩/এমএজেড/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভ্যাট আহরনে চালু ইএফডিএমএস, সহায়তায় জেনেক্স

পোস্ট হয়েছে : ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ভ্যাট (মূল্য সংযোজন কর) আহরণে স্বচ্ছতা এবং গতি বৃদ্ধির লক্ষ্যে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) চালু করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট আহরণে এনবিআরের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এ ডিভাইস বসাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস।

প্রাথমিকভাবে ঢাকা এবং চট্টগ্রামে এই ডিভাইসটির সংরক্ষণ ও পরিচালনার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে ভ্যাট আহরণ করা হবে। এর মাধ্যমে ব্যবসায়ীদের ভ্যাট রিটার্ন দেয়ার সুযোগ থাকবে। এনবিআরের সার্ভারে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে। এনবিআর সরাসরি ভ্যাট প্রদান এবং আহরণের পরিমাণ পর্যবেক্ষন করবে।

রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে ভ্যাট আদায়ের ইলেক্ট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্বঅভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগ সিনিয়র সচিব মিজ ফাতিমা ইয়াসমিন এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য এবং মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সরকার কাজ করছে। ভ্যাট প্রদানের মাধ্যমে সর্বস্তরের মানুষ দেশের উন্নয়নে অংশ নিতে পারে। সেই জায়গায় আমরা স্বচ্ছতা আনতে চাই। এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়েছে এনবিআর। বিষয়টি ডিজিটাল হওয়ায় সকলে আগ্রহী হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে এ ধরণের কাজ সত্যিই প্রশংসনীয়।

আরও বলেন, এধরণের কাজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাওয়ার পদক্ষেপ। ইএফডিএমএস ব্যবহারের এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ স্বাগত জানাবে। ব্যবহারে এগিয়েও আসবে। আমরা এনবিআরের ব্যবস্থাপনায় এবং জেনেক্স ইনফোসিসের সহায়তায় এই উদ্যোগকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চাই।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ভ্যাট প্রদান এবং আহরণ করার উন্নততর ব্যবস্থা ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম। এটি দেশে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট আহরণে ভ্যাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। ডিজিটালাইজড ভ্যাট ব্যবস্থাপনা মাধ্যমে বিশ্বে স্মার্ট ভ্যাট আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এনবিআর। দেশ এগিয়ে যাচ্ছে। বড় অর্থনীতির দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে। এমন অবস্থায় ভ্যাট-কর প্রদান ও আহরণ ব্যবস্থা উন্নতকরণের বিকল্প নেই।

জেনেক্স ইনফোসিসের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ও প্রাধান নির্বাহী কর্মকর্তা শাহ্ জালাল উদ্দিন বলেন, ভ্যাট ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের মাধ্যমে শুধু সরকারের রাজস্বই বৃদ্ধি পাবে না বরং টেকসই অর্থনীতির পথেও দেশ এগিয়ে যাবে। ইএফডিএমএস ব্যবসায় উৎপাদনশীলতা বাড়াতে এবং হিসাব শৃঙ্খলা নিশ্চিতে সহায়তা করবে। ভ্যাট প্রদানে এবং রিটার্ন দাখিলে ব্যবসায়ীরা বিভিন্ন সময় যে জটিলতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হন তা এ ডিভাইস ব্যবহারের মাধ্যমে অনেকাংশে দূর হয়ে যাবে। ভ্যাট সংগ্রহে আমরা এনবিআরের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছি। বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পুরো সলিউশনটির ইনফাস্ট্রাকচার বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে প্রতি বছরে ৬০ হাজার করে পাঁচ বছরে তিন লাখ ইএফডিএমএস মেশিন বসানো হবে। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশের রূপকল্প আরও গতিশীল হবে।

উল্লেখ্য, দেশে বর্তমানে মোট রাজস্বের প্রায় ৪০ শতাংশ আদায় হয় ভ্যাট থেকে। ডিপার্টমেন্টাল স্টোর, বিপণি বিতান, হোটেলসহ ২৫টি খাতে ইএফডিএমএস ডিভাইস বসানো বাধ্যতামূলক করা হয়েছে।

বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২৩/এমএজেড/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: