স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশ পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ ও সাবেক জিম্বাবুয়াইন ক্রিকেটার হিথ স্ট্রিক।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
স্ট্রিকের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার দেশের কয়েকজন ক্রিকেটার। সামাজিক মাধ্যম টুইটারে হেনরি ওলেঙ্গা লিখেছেন, ‘দুঃখের সংবাদ, হিথ স্ট্রিক পরপারে চলে গেছেন। শান্তিতে থেকো কিংবদন্তি। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। যখন আমার বোলিং স্পেল শেষ হয়ে যাবে, তখন পরপারে তোমার সঙ্গে দেখা হবে।’
২০০০-২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন স্ট্রিক। জাতীয় দলের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে ১০০ উইকেট নেওয়া একমাত্র বোলার স্ট্রিক। ব্যাট হাতেও টেস্টে ১৯৯০ ও ওয়ানডেতে করেছেন ২৯৪৩ রান। আছে একটি সেঞ্চুরিও।
বাংলাদেশের বোলিং কোচ হিসেবে ২০১৪ সালের মে মাস থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেক এই জিম্বাবুয়াইন। ২০২১ সালে ফিক্সিংয়ের দায়ে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। ওই অভিযোগের দায় মাথায় নিয়েই চলে গেলেন জিম্বাবুয়াইন কিংবদন্তি।
বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০২৩/পিএস