চুড়াডাঙ্গা প্রতিনিধি : মোটরসাইকেলে করে সীমান্তে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে পাঁচ কেজি ৪৭৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার দত্তনগর সড়কের পাথিলা ঈদগাহ মাঠের সামনে স্বর্ণ আটক করে। উদ্ধার স্বর্ণের বাজার দর ৪ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে একজন ব্যক্তি জীবননগর থানার পাতিলা গ্রামের ঈদগাহ এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। পাচারকারীদের ধরতে না পারলেও এসময় ১৭টি স্বর্ণের বার উদ্ধার করায় হয়।
বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০২৩/সামসুর রহমান/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: