বিনোদন ডেস্ক : মাসুদ রানা অবলম্বনে ‘এমআর–৯: ডু অর ডাই’ যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ সংবাদ জানিয়েছে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সিনেমা আমেরিকা ও কানাডার ১৫০টির বেশি থিয়েটারে একযোগে চলছে, এ অবিশ্বাস্য ঘটনা এখন বাস্তব।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টমিডিয়ার দাবি, ৮৩ কোটি টাকা ব্যয়ে ‘এমআর–৯: ডু অর ডাই’ সিনেমাটি তৈরি হয়েছে। ২৫ আগস্ট সিনেমাটি দেশে ও দেশের বাইরে একযোগে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ জানান, ‘এমআর–৯: ডু অর ডাই’র ইংরেজি ভার্সন সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি দেশের সবগুলো সিনেপ্লেক্সে ২৫ আগস্ট থেকে চলবে। বাংলা ডাবিং করা অংশ যদি বৃহস্পতিবারের মধ্যে সেন্সর পায়, তবে এ সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনেও চলবে। নইলে পরের সপ্তাহ থেকে চলবে।
এমআর–৯: ডু অর ডাই’ সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। সিনেমায় এবি এম সুমন ছাড়া আরও অভিনয় করেছেন সাক্ষী, ফ্র্যাঙ্ক গ্রিলোসহ আরও অনেকে।
বিজনে আওয়ার/ ২৩ আগস্ট,২০২৩/এসএস