চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ফেনসিডিল পাচারের সময় রনি মোল্লা (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৫১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে জীবননগর- দত্তনগর সড়কের আলিম মাদ্রাসার সামনে অভিযান চালায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোঃ রনি মোল্লা (২০) জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মোঃ খানজাহান আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, জীবননগর থানার পরিদর্শক এস এম জাবীদ হাসানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে দত্তনগর সড়কের আলিম মাদ্রাসার সামনে থেকে মাদক পাচারকারী রনি মোল্লাকে ৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার পরিদর্শক এস এম জাবীদ হাসান জানান, মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
বিজনেস আওয়ার/২৪ আগস্ট, ২০২৩/সামসুর রহমান/পিএস