যশোরের সিঙ্গিয়া স্টেশনের কাছে নাটোরগামী লাইনচ্যুত মালবাহী ট্রেন উদ্ধার করা হয়েছে। এর ফলে দীর্ঘ ৭ ঘণ্টা পর খুলনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয় ।
ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) মোল্লা মিজানুর রহমান।
এসআই মোল্লা মিজানুর রহমান জানান, নাটোরগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রেনটি উদ্ধার করে। পরে যশোর স্টেশনে আটকে থাকা ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা বেলা ১১টার দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ভোর ৪টার দিকে যশোরের সিঙ্গিয়া স্টেশনের কাছে খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে বেনাপোল, রাজধানী ঢাকা ও রাজশাহীসহ সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিজনেস আওয়ার/২৪ আগস্ট, ২০২৩/পিএস