ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে শনু মোল্লা (৩২) নামে এক ডিস লাইনম্যানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নস্তি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শনু মোল্লা উপজেলার নস্তি গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, সকালে শনু মোল্লা গ্রামের শাকিল মোড়ে ডিস সংযোগের জন্য বিদ্যুতের পিলারে উঠে কাজ করছিল। কাজ করা অবস্থায় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলারের তারে ঝুলছিল। পরে সংবাদ পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে নিহতের পরিবারে কছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের খুটির তারে মৃত অবস্থায় ঝুলে থাকা একজনের লাশ উদ্ধার করি। পরে স্থানীয় চেয়ারম্যান ও তার পরিবারের নিকট মৃতদেহটি হস্তান্তর করি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন জানান, জানতে পেরেছি নস্তি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি।
বিজনেস আওয়ার/২৪ আগস্ট, ২০২৩/আজাদ/পিএস