ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

  • পোস্ট হয়েছে : ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • 85

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। সময়ের হিসেবে বিশ্বকাপের বাকি আর মাত্র ৪০ দিন। এর মাঝে অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত শেষ পর্বের যাচাই বাছাই প্রক্রিয়ায়।

আইসিসি আগেই জানিয়েছিল, প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এবার প্রকাশ করা হল প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি। বিশ্বকাপের আগে ভারতের তিন স্টেডিয়ামে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। ৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচের সূচি:

তারিখম্যাচভেন্যু
২৯ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম শ্রীলঙ্কাগৌহাটি
২৯ সেপ্টেম্বরদক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানথিরুভান্থাপুরাম
২৯ সেপ্টেম্বরনিউজিল্যান্ড বনাম পাকিস্তানহায়দরাবাদ
৩০ সেপ্টেম্বরভারত বনাম ইংল্যান্ডগৌহাটি
৩০ সেপ্টেম্বরঅস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসথিরুভান্থাপুরাম
২ অক্টোবরবাংলাদেশ বনাম ইংল্যান্ডগৌহাটি
২ অক্টোবরনিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাথিরুভান্থাপুরাম
৩ অক্টোবরআফগানিস্তান বনাম শ্রীলঙ্কাগৌহাটি
৩ অক্টোবরভারত বনাম নেদারল্যান্ডসথিরুভান্থাপুরাম
৩ অক্টোবরপাকিস্তান বনাম অস্ট্রেলিয়াহায়দরাবাদ

বিজনেস আওয়ার/২৫ আগস্ট,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

পোস্ট হয়েছে : ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। সময়ের হিসেবে বিশ্বকাপের বাকি আর মাত্র ৪০ দিন। এর মাঝে অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত শেষ পর্বের যাচাই বাছাই প্রক্রিয়ায়।

আইসিসি আগেই জানিয়েছিল, প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এবার প্রকাশ করা হল প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি। বিশ্বকাপের আগে ভারতের তিন স্টেডিয়ামে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। ৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচের সূচি:

তারিখম্যাচভেন্যু
২৯ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম শ্রীলঙ্কাগৌহাটি
২৯ সেপ্টেম্বরদক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানথিরুভান্থাপুরাম
২৯ সেপ্টেম্বরনিউজিল্যান্ড বনাম পাকিস্তানহায়দরাবাদ
৩০ সেপ্টেম্বরভারত বনাম ইংল্যান্ডগৌহাটি
৩০ সেপ্টেম্বরঅস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসথিরুভান্থাপুরাম
২ অক্টোবরবাংলাদেশ বনাম ইংল্যান্ডগৌহাটি
২ অক্টোবরনিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাথিরুভান্থাপুরাম
৩ অক্টোবরআফগানিস্তান বনাম শ্রীলঙ্কাগৌহাটি
৩ অক্টোবরভারত বনাম নেদারল্যান্ডসথিরুভান্থাপুরাম
৩ অক্টোবরপাকিস্তান বনাম অস্ট্রেলিয়াহায়দরাবাদ

বিজনেস আওয়ার/২৫ আগস্ট,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: