ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘সুড়ঙ্গ’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ মৌসুমী

  • পোস্ট হয়েছে : ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • 78

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমার যে জোয়ার বইছে তাতে অনেক সিনিয়র অভিনয়শিল্পীরা প্রশংসা করলেও মৌসুমী করেননি। অবশেষে মুখ খুললেন তিনি। প্রশংসা করেছেন গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে। তার প্রশংসায় আসে ‘সুড়ঙ্গ’ সিনেমার অভিনয়শিল্পীদের নাম।

মৌসুমী জানিয়েছেন, এখন তিনি নিয়মিত বাংলা চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখা শুরু করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু সব না দেখতে পেলেও ‘সুড়ঙ্গ’ দেখেছি। যদি বলতেই হয় তাহলে বলব রায়হান রাফি অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আফরান নিশোর প্রথম সিনেমা হলেও মনে হয়নি বড়পর্দায় নতুন। অন্যদিকে তমা মির্জাও দারুণ অভিনয় করেছেন। মোদ্দাকথা খুব ভালো একটি সিনেমা দেখলাম।

প্রসঙ্গত, এখন খুব বেশি একটা সিনেমায় না দেখা গেলেও তার অভিনীত শেষ সিনেমা হচ্ছে জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’। এ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিজনেস আওয়ার/২৫ আগস্ট,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘সুড়ঙ্গ’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ মৌসুমী

পোস্ট হয়েছে : ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমার যে জোয়ার বইছে তাতে অনেক সিনিয়র অভিনয়শিল্পীরা প্রশংসা করলেও মৌসুমী করেননি। অবশেষে মুখ খুললেন তিনি। প্রশংসা করেছেন গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে। তার প্রশংসায় আসে ‘সুড়ঙ্গ’ সিনেমার অভিনয়শিল্পীদের নাম।

মৌসুমী জানিয়েছেন, এখন তিনি নিয়মিত বাংলা চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখা শুরু করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু সব না দেখতে পেলেও ‘সুড়ঙ্গ’ দেখেছি। যদি বলতেই হয় তাহলে বলব রায়হান রাফি অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আফরান নিশোর প্রথম সিনেমা হলেও মনে হয়নি বড়পর্দায় নতুন। অন্যদিকে তমা মির্জাও দারুণ অভিনয় করেছেন। মোদ্দাকথা খুব ভালো একটি সিনেমা দেখলাম।

প্রসঙ্গত, এখন খুব বেশি একটা সিনেমায় না দেখা গেলেও তার অভিনীত শেষ সিনেমা হচ্ছে জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’। এ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিজনেস আওয়ার/২৫ আগস্ট,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: