ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘সংসদ নির্বাচন নিয়ে ফেসবুকে প্রচার হওয়া তথ্য শতভাগ গুজব’

  • পোস্ট হয়েছে : ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল, প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণের যেই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি শতভাগ গুজব ও এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: আহসান হাবিব খান।

শুক্রবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন, এই ভুয়া তথ্যের প্রচারকারীদের খুঁজে বের করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এটা শতভাগ গুজব। এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ গুজবে কেউ যাতে বিভ্রান্ত না হয় আমি সেই অনুরোধ জানাব। কোন উদ্দেশে কে বা কারা এমন ভুল এবং বানায়োট তথ্য প্রচার করছে এটা নিয়ে আমাদের ধারনা নেই। তবে যথাযথ কতৃপক্ষ অবশ্যই তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিবে। আমরা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছি সেটা লক্ষ রেখে কাজ চলছে। রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে কমিশন তফসিল ঘোষনা করবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে আশা করা যায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ ফেসবুকে যা প্রচার করা হচ্ছে, আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হবে। ১৯ নভেম্বর (রোববার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২২ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৯ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ এবং ২৩ ডিসেম্বর (শনিবার) ভোটগ্রহণ করা হবে।

ইসির অতিরিক্ত সচিব বলেন, এই বিষয়টি আজকেই আমাদের নজরে এসেছে। যেই তথ্যটি ফেসবুকে প্রচার হচ্ছে সেটি ভুয়া। নির্বাচন কমিশন কখনও এতো আগে জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য দেয় না। আমরা এই বিষয়টি কমিশনে নজরে আনবো। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে।

এর আগে, দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িতকতা, বিদ্বেষ, সহিংসতা ছড়ায় এমন অপপ্রচারণামূলক কন্টেন্ট ঠেকাতে ফেবুকের মাদার কোম্পানি মেটা কর্তৃপক্ষ ও টিকটকের সাথে বৈঠক করেছে ইসি।

বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘সংসদ নির্বাচন নিয়ে ফেসবুকে প্রচার হওয়া তথ্য শতভাগ গুজব’

পোস্ট হয়েছে : ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল, প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণের যেই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি শতভাগ গুজব ও এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: আহসান হাবিব খান।

শুক্রবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন, এই ভুয়া তথ্যের প্রচারকারীদের খুঁজে বের করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এটা শতভাগ গুজব। এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ গুজবে কেউ যাতে বিভ্রান্ত না হয় আমি সেই অনুরোধ জানাব। কোন উদ্দেশে কে বা কারা এমন ভুল এবং বানায়োট তথ্য প্রচার করছে এটা নিয়ে আমাদের ধারনা নেই। তবে যথাযথ কতৃপক্ষ অবশ্যই তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিবে। আমরা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছি সেটা লক্ষ রেখে কাজ চলছে। রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে কমিশন তফসিল ঘোষনা করবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে আশা করা যায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ ফেসবুকে যা প্রচার করা হচ্ছে, আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হবে। ১৯ নভেম্বর (রোববার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২২ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৯ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ এবং ২৩ ডিসেম্বর (শনিবার) ভোটগ্রহণ করা হবে।

ইসির অতিরিক্ত সচিব বলেন, এই বিষয়টি আজকেই আমাদের নজরে এসেছে। যেই তথ্যটি ফেসবুকে প্রচার হচ্ছে সেটি ভুয়া। নির্বাচন কমিশন কখনও এতো আগে জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য দেয় না। আমরা এই বিষয়টি কমিশনে নজরে আনবো। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে।

এর আগে, দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িতকতা, বিদ্বেষ, সহিংসতা ছড়ায় এমন অপপ্রচারণামূলক কন্টেন্ট ঠেকাতে ফেবুকের মাদার কোম্পানি মেটা কর্তৃপক্ষ ও টিকটকের সাথে বৈঠক করেছে ইসি।

বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: